অবশেষে সব বিতর্কে জল ঢাললেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন । কথা দিয়েছিলেন ১৪ ই ফেব্রুয়ারি ভালবাসার দিনেই জানাবেন তারা 'কবে বিয়ে করছেন'? যেমন কথা তেমন কাজ অবশেষে ঐন্দ্রিলাকে নিয়েই অঙ্কুশ জানালেন, সামনের এপ্রিলেই 'লভ ম্যারেজ' সারবেন তারকা জুটি। পয়লা বৈশাখের দিন তাদের 'লভ ম্যারেজ' বড় পর্দায় দেখতে পাবে গোটা বাংলা।
ব্যাপারটা খোলাসা করে বলাই যাক তাহলে, সুরিন্দর ফিল্মের ব্যানারে প্রেমেন্দ্র বিকাশ চাকীর সিনেমা 'Love Marriage'। নায়ক নায়িকা অঙ্কুশ ঐন্দ্রিলা। এদিন সামনে এল ছবির ট্রেলার। বলাই বাহুল্য, এতদিন সুকৌশলে আসন্ন ছবির প্রচারই চালাচ্ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। ছবিতে অঙ্কুশের বাবা রঞ্জিত মল্লিক, তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকেও। অঙ্কুশের ছবির ধামাকাদার ট্রেলার লঞ্চের কায়দা রীতিমতো আলোচিত হচ্ছে টলিপাড়ায়৷