বিদেশিনীর প্রেমে পড়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) । তাহলে কি ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক শেষ ? কিন্তু, অভিনেতার প্রোফাইল দেখে বোঝার উপায় নেই । কারণ, এই মুহূর্তে রোমে ঐন্দ্রিলার (Oindrila Sen ) সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন । গুলিয়ে যাচ্ছে সবটা ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
বিদেশিনীর প্রেমে পড়েছেন অঙ্কুশ, এখবর একেবারেই পাকা । তবে, বাস্তবে নয়, সিনেমায় । অঙ্কুশের নতুন সিনেমা 'ওগো বিদেশিনী'(Ogo Bideshini) খুব শীঘ্রই আসতে চলেছে বড়পর্দায় । তারই ফার্স্ট লুক পোস্টার শেয়ার করলেন অভিনেতা (Ankush Hazra's new movie poster) । মহালয়ায় এটাই তাঁর নতুন চমক । রোম্যান্টিক কমেডি ড্রামায় অঙ্কুশের নায়িকা হিসাবে এবার এক বিদেশিনীকেই দেখবেন দর্শক । পোস্টারে তারই ঝলক পাওয়া গেল । অঙ্কুশের মায়ের ভূমিকায় অভিনয় করবেন মানসী সিনহা ।
পোস্টার শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, "এক ভারতীয় মায়ের মনের আশা বনাম বিদেশিনীর ভালবাসা...মায়ের হাতের আচার বনাম বিদেশী কালচার...যেটাই জিতুক না কেন ...পিসবো মাঝে আমি..." অর্থাৎ বোঝাই যাচ্ছে, সিনেমায় নায়ক এক বিদেশিনীর প্রেমে পড়বেন । কিন্তু, বিদেশিনী বউ নিয়ে আপত্তি থাকবে নায়কের মায়ের । মা ও বউয়ের মাঝে পড়ে কী অবস্থা হয় অঙ্কুশের, তা দেখার জন্য সিনেমার অপেক্ষা করতে হবে । বোঝাই যাচ্ছে, কমেডিতে ভরপুর থাকবে সিনেমা । সব ঠিক থাকলে নভেম্বরে মুক্তি পাবে 'ওগো বিদেশিনী' ।
অঙ্কুশের হাতে এই মুহূর্তে সবথেকে বড় প্রোজেক্ট হল 'মির্জা'। কারণ, এই সিনেমাতেই প্রথম প্রযোজকর ভূমিকায় দেখা যাবে তাঁকে । ইতিমধ্যে সিনেমার টিজার দর্শকদের নজর কেড়েছে । বিশেষ করে সিনেমায় অঙ্কুশের লুক প্রশংসিত হয়েছে । এই প্রোজেক্ট নিয়ে নিজে খুব এক্সাইটেড অঙ্কুশ । এই মুহূর্তে ঐন্দ্রিলার সঙ্গে রোমে ঘুরছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ।