টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা (Ankush Hazra), এবং ঐন্দ্রিলা সেন (Aindrila Sen)। তাসের ঘরের মতো প্রেম ভাঙার শহরে দীর্ঘ ১৩ বছর একে অপরের হাত ধরে রয়েছেন এই টলি জুটি। তাঁদের সোশ্যাল মিডিয়া ঘুরলেই বোঝা যায়, প্রেমের একটুও কমতি নেই জুটির মধ্যে। সকলের মনে একটাই প্রশ্ন সাত পাক কবে ঘুরবেন তারা। কিন্তু এরই মাঝে অঙ্কুশের করা একটি পোস্টে সিঁদূরে মেঘ দেখছেন নেটিজেনরা। অঙ্কুশ এদিন জানান 'বিয়েটা হবে না'।
তাহলে কি প্রেম ভাঙল জুটির? এই বিতর্কের সূত্রপাত অঙ্কুশের একটি পোস্ট ঘিরেই। ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট রেখে ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” জন্মদিনের আগে অঙ্কুশের এহেন পোস্ট ভাবাচ্ছে তাঁর ভক্তদের।