সিনেমার হিরো অঙ্কুশ হাজরা । কিন্তু, শুক্রবার সকাল সকাল একটা প্রশ্ন তুলে দিলেন নায়ক । অঙ্কুশের আগামী সিনেমা 'সেভিংস অ্যাকাউন্ট' মুক্তি পাচ্ছে শীঘ্রই । তারই পোস্টার প্রকাশ্যে এনেছেন অভিনেতা । জানিয়েছেন মুক্তির তারিখও । সেইসঙ্গে একটা প্রশ্ন করে বসলেন অভিনেতা । ভিলেন নাকি হিরো ? অর্থাৎ এই সিনেমায় তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিনেতা ।
'সেভিংস অ্যাকাউন্ট' মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর । রাজা চন্দ পরিচালিত সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে না । জিবাংলায় সিনেমার গ্র্যান্ড প্রিমিয়র হবে । অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে । সিনেমার পোস্টার শেয়ার করে অঙ্কুশ লেখেন, "ভিলেন নাকি হিরো ?' সিনেমায় তাঁর জার্নির সাক্ষ্মী হতে বলেছেন অভিনেতা ।
২০২১ সালের নভেম্বর মাসেই ‘সেভিংস অ্যাকাউন্ট’-এর খবর দিয়েছিলেন তিনি। একটা পোস্টারও মুক্তি পেয়েছিল সিনেমার । সেখানে দেখা গিয়েছিল ব্যাঙ্কের ভল্টে বসে আছেন অঙ্কুশ । ব্যাগে রাশি রাশি টাকা। হাতে বন্দুক। পিছনে বন্দুক হাতে দুই ব্যক্তি। এবারের পোস্টারেও বন্দুক হাতে দেখা গেল অভিনেতাকে । পিছনে ব্যাঙ্কের লকার । হাত-পা-চোখ বাধা অবস্থায় পড়ে রয়েছেন কয়েকজন । রাজা চন্দের পরিচালনায় দর্শকরা থ্রিলারের মুখোমুখি হবেন।
অঙ্কুশের হাতে এখন পরপর কাজ । তাঁর বেশ কয়েকটা সিনেমা এখন মুক্তির পথে । খুব শীঘ্রই মুক্তি পাবে 'ওগো বিদেশিনী' । এছাড়া, মির্জার শুটিংয়ে এখন ব্যস্ত রয়েছেন অঙ্কুশ । তারই মাঝে 'সেভিংস
অ্যাকাউন্ট'-এর খবর দিলেন অঙ্কুশ ।