মির্জা-র শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা, বিছানায় আধ শোয়া অবস্থায় ছবি তুলে পোস্ট করেন অঙ্কুশ। মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। কিন্তু শ্যুটিং থামাননি অভিনেতা। কিন্তু ক্রমেই চোট আরও গুরুতর হয়ে উঠেছিল, ব্যথা অসহ্য হয়ে উঠেছিল। অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন হল তাঁর। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকেই ছবি শেয়ার করেছেন অভিনেতা।
অঙ্কুশ লিখছেন, “সকলের ভালবাসা ও আশীর্বাদে মির্জার অ্যাকশনে ভরপুর শুটিং ভাঙা পা নিয়ে করতে পেরেছি। কিন্তু একটা সময় ব্যথা যখন অসহ্য হয়ে উঠেছিল, তখন অভিনেতার একমাত্র চিন্তা ছিল তিনি দর্শকদের বঞ্চিত করতে পারবেন না। অবশেষে আমার পায়ে অস্ত্রোপচার হল। কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে , বাংলার সবচেয়ে বড় ডান্স নাম্বারের জন্য নিজেকে প্রস্তুত করছি, সকলকে ভালবাসা।’’
Khadan News: টেক্কার পর, এবার হাত খাদানে! শুক্রবার থেকে শুরু হল দেবের নতুন ছবির শ্যুটিং
উল্লেখ্য, ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে মির্জার শ্যুটিং। অঙ্কুশের প্রযোজনায় প্রথম তৈরি হচ্ছে এই ছবি । সুমিত সাহিলের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ২০২৪ সালে ইদে মুক্তি পেতে পারে সিনেমা ।