তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের একজন। বছরভর একের পর এক কাজ থাকে তাঁর হাতে। পাশাপাশি সঞ্চালক হিসেবেও তিনি বেশ নাম করেছেন। প্রাণচঞ্চল, হাসিখুশি এই অভিনেতাকে টলিপাড়ার কমিক রিলিফ বললেও ভুল হয় না! এবার ইন্সটাগ্রামে ফের একটি মজার পোস্ট করলেন তিনি। দেখুন তো চেনেন কীনা!
আসলে এটি অঙ্কুশ হাজরা। হনুমানের মত রূপ ধারণ করলেন কীভাবে অভিনেতা? আজকাল রকমারি ফিল্টারে কিংবা AI এর নানা অ্যাপে, নিমেষেই এমন ছবি এডিট করা যায়।
ছবি শেয়ার করে, ফের মজার ছলে অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, সারাদিন হেকটিক শ্যুটিং শেষে মেক আপ তোলার পর আমি।