৪ বছর এক ছাদের তলায় রয়েছেন, ১৩ বছর ধরে প্রেম করছেন অথচ বিয়ের কথা বললেই নৈব নৈব চ। কথা হচ্ছে তারকাজুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনকে নিয়ে৷ সারা টলিউড তাদের বিয়ের চিন্তায় এক শেষ! দিন কয়েক আগেই অঙ্কুশ জানান, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’। খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাদের ফোন করে বকুনি দিয়েছেন। এবার চিন্তা প্রকাশ করলেন টলি ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ঐন্দ্রিলাকে ফোন করে তিনি জিজ্ঞেস করলেন, 'কবে বিয়ে করছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। '
Bipasha Basu : 'তোমায় দেখে দেখে আঁখি না ফেরে', তিনে পা দেবীর, মেয়ের দিকে চেয়ে অনাবিল হাসি বিপাশার
শ্রাবন্তীর ফোন পেয়ে তখন অঙ্কুশ বলেন, ‘শ্রাবন্তীর আমার অবিবাহিত থাকায় এতো সমস্যা হলে শ্রাবন্তীই আমাকে বিয়ে করে নিক, আমার কোনও সমস্যা নেই।’ সুতরাং, অঙ্কুশ স্পষ্ট করেই দিলেন শ্রাবন্তীকে বিয়ে করার ইচ্ছাও তার ভরপুর রয়েছে।