পুজোয় মুক্তি পেতে চলেছে সুপারস্টার দেবের বহুপ্রতীক্ষিত ছবি ‘বাঘাযতীন’ (Baghajatin), এটিই দেবের (Dev) প্রথম ছবি যা মুক্তি পেতে চলেছে প্যান ইন্ডিয়ায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরদার প্রচার। এবার দেবের ছবির প্রচারের অংশ নিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher), একই সোফায় দেবের কাঁধে হাত রেখে ছবি শেয়ার করলেন অনুপম। কলকাতা বিমানবন্দরে দুই জনপ্রিয় অভিনেতা ফ্রেমবন্দি হয়েছেন।
Mahalaya 2023: দুর্গতিনাশিনী কোয়েল, মহাদেব রণজয়! দেবাদিদেবের রূপে কীভাবে সাজলেন অভিনেতা?
অনুপম ছবি শেয়ার করে লিখেছেন , “আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা দেবের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা হল’, ওর আগামী ছবি বাঘাযতীনের জন্য অসংখ্য শুভেচ্ছা।’’ ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’।