পাহাড়ের কোলে নিজের অন্যরকম জন্মদিন কাটালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ২২ ফেব্রুয়ারি রাত ১২টায় গান গেয়ে এক্কেবারে ঘরোয়া সেলিব্রেশনে নিজের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীর স্বামী অতনু হাজরাকে।
জন্মদিন পালনের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, অন্য স্বাদের জন্মদিন। পোস্ট জুড়ে রয়েছে ঘরোয়া জন্মদিনের ছবি আর ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো গোটা ঘর। সামনের টেবিলে রাখা রয়েছে কেক।
আরও পড়ুন - চুয়াল্লিশ বছর পর আবার বড় পর্দায় উত্তম কুমার, কবে মুক্তি পাচ্ছে 'অতিউত্তম'?
ভিডিয়োতে প্রথমে কেক নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এরপর কেক কাটতে কাটতে তাঁকে 'আগুনের পরশমণি' গানটিও গাইতে শোনা গিয়েছে। কেক কেটে সকলকে নিজে হাতে সকলকে খাইয়ে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী।