পুজোর আগে পুজোর লুকে চাঁদের হাট বসল তিলোত্তমায়। বুধবার জমজমাট ফ্যাশন শো হয়ে গেল শহরের বুকে। যে অনুষ্ঠানের শো স্টপার ছিলেন সৌরভ দাস এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এই বিশেষ অনুষ্ঠানের একটি ছোট্ট ঝলক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অপরাজিতা।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্লথ বাই তৃণীলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল জমজমাট এই শো। র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে, নীল, তৃণা, অপরাজিতা, সৌরভ-সহ একঝাঁক তারকাদের।
এই ভিডিয়োতে সম্পূর্ণ অন্য লুকে দেখা গিয়েছে অপরাজিতাকে। নানা রঙের লেহেঙ্গা, চোলি আর ভারী গয়নায় নজর কেড়েছেন অপরাজিতা। এই প্রথম অভিনেত্রীকে এমন অন্যরকম পোশাকে দেখা গেল।
আরও পড়ুন - আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, বেঁচে থাকলে ষাট পুর্ণ করতেন আজ
এই ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, কোনও পোশাক আসলে গুরুত্বপূর্ণ নয়, কে সেটা পরছেন, তা হলে গুরুত্বপূর্ণ!