বড়পর্দায় এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অপরাজিত আঢ্য (Aparajita Auddy) । 'সাধারণ দু’টো মানুষের অসাধারণ অথচ সহজ ভালবাসার গল্প নিয়ে আসছে নতুন ছবি ‘কথামৃত’ (Kathamrito)। সম্প্রতি, ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে ।
গল্পের কেন্দ্রে সনাতন ও সুলেখা । নানা কারণে অনেকটা বেশি বয়সেই বিয়ে তাঁদের । সবই ঠিকঠাক চলছিল । কিন্তু, আচমকা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে সনাতন । এই পরিস্থিতিতে সুলেখাই হয়ে ওঠে তার আশ্রয় । স্বামী-স্ত্রীর বোঝাপড়া, সম্পর্ককে নতুনভাবে দেখানো, যেখানে কথা নেই ঠিকই, কিন্তু ভালবাসা আছে । একেবারে সহজ ভালবাসার গল্প বলবে এই সিনেমা । সনাতনের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও সুলেখা হয়েছেন অপরাজিতা আঢ্য ।
আরও পড়ুন, New Bengali Movie : ঋত্বিকের নতুন লুকে সত্যজিতের ছোঁয়া, 'পরিচয় গুপ্ত' রাখতে কোন ছদ্মবেশে অভিনেতা ?
জিৎ চক্রবর্তীর পরিচালনায় ‘কথামৃত’ ছবিতে অপরাজিতা ও কৌশিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু । ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে অমিত - ঈষান, প্রসেন এবং রণজয় ভট্টাচার্যকে । জানা যাচ্ছে, চলতি বছর খুব শীঘ্রই এই ছবি মুক্তি পাবে।