বাংলা ধারাবাহিকের জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। কিন্তু আজকাল আর সেভাবে ছোট পর্দায় আর দেখা যায় না তাঁকে। কারণ তাঁকে নিতে বড় বাজেটের প্রয়োজন হয়। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী।
আজকাল অভিনেত্রী অপরজিতাকে সিনেমাতে আর 'ঘরে ঘরে জি বাংলা ধারাবাহিকে' সঞ্চালিকা হিসেবে দেখা যায়। কবে ফিরবেন তিনি ছোটপর্দায়?
আরও পড়ুন -সত্তরের ববি প্রিন্ট নাম বদলে পলকা ডট, গায়ে জড়াচ্ছেন ঋতাভরী থেকে রুক্মিণী
এই প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁকে সিরিয়ালে নিতে আর্থিক দিক থেকে ভাবতে হয়। সেই কারণেই মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থ একটা বড় বিষয়।