বছর শুরুর আগেই সুখবর দিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। 'দীপ জ্বেলে যাই' ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান 'এই রাত তোমার আমার'-এর রেশ ধরেই পর্দায় তৈরি হচ্ছে একটি নতুন ছবি।
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির নাম দেওয়া হয়েছে 'এই রাত তোমার আমার'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। পরিচালক হিসেবে কাজ করলেও এই ছবিতে পরমব্রতেরও অভিনয় করার কথা রয়েছে। এই ছবি প্রযোজনা করবে হইচই স্টুডিওস।
আরও পড়ুন - কয়েকঘন্টা পরেই চার হাত এক হবে, অধিবাসে কেমন সাজলেন দর্শনা?
এই ছবিটি কোনও বায়োপিক নয়। এই ছবিতে মূলত একটি রাতের গল্প উঠে আসবে। যেখানে দেখানো হবে অতীতের স্মৃতি, সম্পর্কের টানাপড়েন। বুধবার ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে। তবে, এই ছবি সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।