ক্রিসমাস ইভে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ খান। পাত্রী রূপটান শিল্পী সুরা খান। বিয়ের আসর বসেছে আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে। ঘরোয়া আয়োজনে নিকাহ সারছেন অভিনেতা প্রযোজক আরবাজ (Arbaaz Khan Wedding)।
জানা গিয়েছে, ইসলাম রীতিনীতি মেনেই বিয়ে সারবেন আরবাজ এবং সুরা। দুই পরিবারের ঘনিষ্ঠ এবং বন্ধুরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন অর্পিতার বাড়িতে। জিন্স আর টি-শার্ট পরে সাধারণ ভাবেই বোনের বাড়িতে হাজির হয়েছেন দুলহা আরবাজ। বাবার বিয়েতে পৌঁছেছেন আরবাজ মালাইকার একমাত্র পুত্র আরহান খানও।
এছাড়াও অর্পিতার বাড়িতে পৌঁছে গিয়েছেন সলমন খান, সোহেল পুত্র নিরভার,আরবাজের বাবা মা সালিম খান ও সালমা খান। এই অনুষ্ঠানে পৌঁছেছেন হেলেনও।
আরও পড়ুন - ডাঙ্কির সঙ্গে জোর টক্কর সালারের, একদিনেই বাদশাকে ছাপিয়ে গেলেন প্রভাস?
কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন আরবাজ খান। সেই রেশ কাটতে না কাটতেই মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসে।