সত্যের অন্বেষণ করার কাজ শেষ । এবার বীর যোদ্ধা। 'বাঘাযতীন' রূপে আত্মপ্রকাশ হল দেবের । বীর বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে দেবের ছবি। এবার টিজার শেয়ার করে দেবের প্রশংসা করলেন অরিজিৎ সিং (Arijit Singh) । টিজার শেয়ার করে অরিজিৎ লেখেন, “স্বাধীনতার জন্য যিনি নিজের প্রাণ দিয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীর অজানা কাহিনীর সাক্ষী থাকুন।”
Masterdating: 'নিজেকে ভালোবাসো তুমি এবার', সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড 'মাস্টারডেটিং'
উল্লেখ্য, দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বাঘাযতীন ছবির প্রি-টিজার। ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঘাযতীন’। হিন্দি প্রি-টিজার প্রকাশ করা হয়েছে স্বাধীনতা দিবসে। ইতিমধ্যেই সিনেমাকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছে অনুরাগীদের ।