মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। তিনি মঞ্চে গান ধরলে আবেগের সমুদ্রে ভাসেন কয়েক হাজার শ্রোতা। কিন্তু এবার হল উল্টোটা। গাইতে উঠে আবেগে গলা ধরে এল অরিজিৎ-এর। এক ভক্ত গায়ককে উপহার দিয়েছিলেন তাঁর মায়ের ছবি। সে উপহার হাতে পেয়েই নেপালের কনসার্টে খানিক্ষণের জন্য থমকে যান অরিজিৎ।
Cahnchal Chowdhury: ভারত বিদ্বেষে ওপার বাংলার 'হাওয়া' গরম, ফুঁসে উঠলেন চঞ্চল
নিজেকে সামলে অরিজিৎ সেই ভক্তকে জিজ্ঞেস করেন, ছবিটি কি অটোগ্রাফ করে ফেরৎ দিতে হবে , না সেটা তাঁরই। ভক্ত উত্তর দেন এই ছবি তাঁকেই উপহার দেওয়া হয়েছে। এরপর বেশকিছুক্ষন মায়ের ছবি বুকে আঁকড়ে থাকেন গায়ক। এরপর নেপালি গান গান গায়ক ,নেপালের নতুন বর্ষের শুভেচ্ছাও জানান।