২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাবনা ও কথায় এই গান গেয়েছেন অরিজিৎ সিং। তবে এই গান গাওয়ার জন্য কোনও পারিশ্রমিক নেননি অরিজিৎ। শনিবার এমনটাই জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।
এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে একের পর এক চমক । বিশেষ অতিথি হিসেবে থাকছেন সলমন খান । এছাড়ও, এবার অতিথিদের তালিকায় রয়েছেন অনুরাগ কাশ্যপ । তাঁর বহুচর্চিত ছবি ‘কেনেডি’ দেখানো হবে চলচ্চিত্র উৎসবে । ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। জানা গিয়েছে, উত্তম-তনুজা অভিনীত 'দেওয়া নেওয়া' দিয়েই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে ।
আরও পড়ুন - সেরা ১০ তারাদের তালিকায় শীর্ষে কিং খান, দক্ষিণী তারকাদের পিছনে ফেলেছেন আলিয়া-দীপিকা