মাটির সঙ্গে দোস্তি রেখেই চলেন অরিজিৎ সিং। মঞ্চের বাইরে তিনি দূরে রাখতেই পছন্দ করেন ‘তারকাসুলভ’ চালচলন। ২০২১ সালে কোভিডে প্রায়ত হয়েছিলেন গায়কের মা, এবার দিদাকে হারালেন অরিজিৎ সিং। রবিবার দুপুরে প্রয়াত হন, ৮৮ বছরের ভারতী দেবী।
দিদাকে শেষ দেখা দেখতে, স্কুটিতে স্ত্রী কোয়েলকে চাপিয়েই জিয়াগঞ্জ শ্মশানে গেলেন অরিজিৎ। সেই ছবি ফ্রেমবন্দি করেছেন হয়ত কোনও অনুরাগীই। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অরিজিতের দিদা। শৈশবে অরিজিতের গানের তালিম শুরু হয় দিদার কাছেই।