'শিবপুর' বিতর্কের পর ফের পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালকের আগামী ছবি 'দুর্গাপুর জংশন'এ দেখা যাবে অভিনেত্রীকে। স্বস্তিকার সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন - খুব শিগগির বিয়ে করছেন আরবাজ খান, পাত্রী কে জানেন?
শিল্প শহর দুর্গাপুরে ঘটে যাওয়া এক সিরিয়াল কিলিংয়ের ঘটনা নিয়েই তৈরি এই ছবি। গল্পে এক সাংবাদিক এবং একজন পুলিশের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তুলেছেন পরিচালক। এই ছবিতে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার এবং প্রদীপ ধরকে।
জানা গিয়েছে, এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিটির মুক্তির কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। কিন্তু ছবির শুটিং শেষ হয় ডিসেম্বরে। ফলে, ২০২৪ সালের মার্চ বা এপ্রিল মাসে এই ছবির মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।