অরুণিমা ঘোষ ও রহস্য যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একের পর এক রহস্যধর্মী ছবি করতে করতে হাঁফিয়ে গিয়েছিলেন এই টলি-অভিনেত্রী। টালিগঞ্জের নামজাদা পরিচালকদের কাছে দরবারও করেছিলেন, এবার তাঁকে ঘরোয়া মিষ্টি ছবিতে সুযোগ দিতেই হবে। যেখানে থাকবে সাংসারিক খুঁটিনাটি। থাকবে নিটোল পারিবারিক গল্প। অবশেষে নায়িকার সেই আর্জি পূরণ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে অগস্টেই এ রকম একটি ছবির শ্যুট শুরু করতে চলেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। সেই ছবির নায়িকা অরুণিমা।
নতুন ছবিতে তাঁর বিপরীতে কে? টলিউড বলছে, গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অরুণিমাকে অভিনয় করতে দেখা যাবে। আর থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়। ছবির কেন্দ্রে উত্তর কলকাতার এক মধ্যবিত্ত পরিবার। সংসার বলতে স্বামী, শ্বশুরমশাই আর বৌমা। স্বামী উপার্জনে ব্যস্ত। শ্বশুরমশাই-বৌমার নিত্য খিটিরমিটির। এ দিকে এক মুহূর্ত একে অন্যকে ছাড়া চলতে পারেন না!
আরও পড়ুন- New Web Series : বাড়ি ছাড়লেন কাঞ্চন-রোহন-অনিন্দ্য, বয়েজ হস্টেলই নতুন ঠিকানা অভিনেতাদের ?
জানা গিয়েছে, পরিচালক অভিমন্যুই এ ছবির কাহিনিকার। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন। গৌরব ইতিমধ্যেই ধারাবাহিক ‘গাঁটছড়া’র দৌলতে যথেষ্ট জনপ্রিয়। পরান বন্দ্যোপাধ্যায়ও দেব প্রযোজিত এবং অভিনীত ‘টনিক’ ছবিতে অভিনয়ের সুবাদে টলিপাড়ার ‘কালো ঘোড়া’! এঁদের বিপরীতে অরুণিমাও যে নিজেকে নিংড়ে দেবেন ইন্ডাস্ট্রি সে বিষয়ে নিঃসন্দেহ।