শাসন ও অত্যাচারের বিরুদ্ধে একটি ‘বাঘ’ই যথেষ্ট। অবশেষে প্রতীক্ষার অবসান। দেব অভিনীত ‘বাঘা যতীন’ (Bagha Jatin) ছবিটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়ায়। এবার প্রকাশ্যে বিপ্লবী ‘বাঘা যতীন’ এর অবতারে দেবের ফার্স্ট লুক। বাংলা ইংরেজি হিন্দি তিন ভাষাতেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায় নিয়ে আসছে দেব ভেঞ্চার্স। ছবিটি প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে পুজোর সময়। মুক্তির দিন ২০ অক্টোবর।
Ankush Hazra- Mirza: 'মির্জা' নিয়ে সব খবর ভুয়ো, লম্বা চিঠি লিখে অঙ্কুশ জানালেন 'প্রতিশ্রুতি ভাঙব না'
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেবকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। খাঁকি পোশাক, মাথায় পাগড়ী , কাঁচা পাকা লম্বা দাড়ি, চোখ ঠিকরে বেরচ্ছে, কাঁধে তাঁর বন্দুক। বিপ্লবী বাঘার জুতোয় পা গলাতেই দেবকে চেনা দায়।