‘গোলন্দাজ’এর পর প্রযোজক অভিনেতা দেব ফিরছেন আরও একটি ঐতিহাসিক চরিত্র নিয়ে। অরুণ রায় পরিচালিত আসন্ন ছবিতে দেব ‘বাঘাযতীন’। এই ছবি নিয়ে প্রথম থেকেই বেজায় কৌতূহল ছিল দর্শকদের। শোনা গিয়েছিল, দেবের বিপরীতে বাঘাযতীনের স্ত্রীয়ের ভূমিকায় একেবারে নতুন মুখ খুঁজছেন পরিচালক। অবশেষে খুঁজেও পেয়েছেন, শেষ হয়েছে লুক টেস্ট। জানেন কি বাঘাযতীনে দেবের নায়িকা কে?
Roosha Chatterjee Wedding: বিয়ে সারলেন অভিনেত্রী রুশা, কেমন সাজলেন? মেন্যুতে কী কী ছিল জানেন?
ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী সৃজা দত্তই পর্দার বাঘাযতীনের ঘরণী। সৃজার নাম প্রকাশ্যে আসতেই তাঁকে একটিবার দেখার জন্য চাতকের মতো অপেক্ষা করেছিল দর্শকেরা, এবার প্রকাশ্যে এল ‘বাঘাযতীন’এর চরিত্রদের ফার্স্ট লুক। ছবিতে 'বাঘাযতীন' দেবের পরনে ধুতি পাঞ্জাবি। আটপৌরে শাড়িতে ‘ইন্দুবালা’ রূপে সৃজার দিক থেকেও চোখ ফেরানো দায়। এই চরিত্রটির খোঁজ শুরু হতে আবেদন জমা পড়েছিল ৯ হাজার। সেখান থেকেই অডিশনের মাধ্যমে ৬ জনকে বেছে নেওয়া হয়। শেষে পরিচালকের চূড়ান্ত পছন্দ হয়ে ওঠেন গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বর্ষের ছাত্রী সৃজা।