বাঙালির ড্রয়িংরুমে কে রাজ করবে আর কে ছিটকে যাবে তা কিন্তু ঠিক করে দেয় সাপ্তাহিক TRP তালিকা। প্রকাশ্যে এই সপ্তাহের রেজাল্ট। গত কয়েক সপ্তাহের মতোই এবারেও টপার ‘অনুরাগের ছোঁয়া’ (৯.১), ‘জগদ্বাত্রী’ দ্বিতীয় স্থানে থাকলেও নম্বরের নিরিখে অনেকটাই পিছনে। তৃতীয় স্থানে ‘গৌরী এলো’, প্রাপ্ত নম্বর (৭.৮)। রকমারি প্লট নিয়ে একাধিক নতুন ধারাবাহিক শুরু হলেও প্রথম তিনি ঘেঁষতে পারেনি কেউই।
Pathaan in Kashmir: 'পাঠান' ঝড়ের আঁচ উপত্যকায়, দীর্ঘ ৩২ বছর পর 'হাউজফুল' বোর্ড ফিরে এলো কাশ্মীরে
তবে নতুন ধারাবাহিকের মধ্যে রুবেল-পল্লবীর ‘ নিম ফুলের মধু’ যে দর্শকদের বেজায় মনে ধরেছে তা বলাই বাহুল্য। এই ধারাবাহিক চতুর্থ স্থানে প্রাপ্ত নম্বর (৭.৬), নতুন ধারাবাহিক হিসেবে ‘পঞ্চমী’, ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের রেজাল্টও তুলনামূলক ভালো। এই দুই সিরিয়াল যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। প্রাপ্ত নম্বর (৭.২)।