ফের বিপাকে পদ্মাপাড়ের অভিনেত্রী পরীমণি। এবার তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। বাংলাদেশের অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগও দায়ের করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
কী অভিযোগ রয়েছে পরীমণির বিরুদ্ধে?
ঢাকার বোটক্লাবে মদ্যপানের সময় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, দু বোতল বিদেশি মদ ও পার্সেল নেওয়া দু বোতল ওয়াইনের দাম দেননি তিনি। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক দাম প্রায় ৮৮ হাজার টাকা। এছাড়াও ক্লাবের ভেতরে অভব্যতার অভিযোগ উঠেছে পরীমণির বিরুদ্ধে। যার মূল্য আরও ২০ হাজার টাকা বলে আদালতে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন - ফের আইনি ঝামেলায় শিল্পার পরিবার, রাজের ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
এখানেই শেষ নয়। অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন বাংলাদেশের রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। আদালত সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা এই মামলার রায় দিতে পারে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।