এই মুহূর্তে এপার বাংলা ওপার বাংলাকে একসুতোয় গেঁথে দিয়েছে সিনেমা। ওপার বাংলার একাধিক অভিনেতারা চুটিয়ে কাজ করছেন টলিউডে, ওপর বাংলার ছবিতেও ডাক পাচ্ছেন এপারের শিল্পীরা। আফরান নিশো, চঞ্চল চৌধুরী , জয়া আহসানদের ইতিমধ্যে দুহাত ভোরে গ্রহণ করেছে পশ্চিম বাংলার মানুষ। এবার আরও সুখবর।জানা গিয়েছে , টলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Porimoni) ।
Tele Serial Neem Phuler Madhu: দত্ত বাড়িতে বিপদ ! তিন্নির ফুলমাসির আড়ালে কে? পর্ণার সামনে নয়া চ্যালেঞ্জ
অভিনেত্রী স্বয়ং খবরে সিলমোহর দিয়ে জানিয়েছেন তিনি কলকাতার ছবিতে কাজ করছেন। এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তবে ছেলে রাজ্যের জন্মদিনের পরই শ্যুটিং এর জন্য তিলোত্তমায় আসবেন পরী। এদিকে কানাঘুঁষো শোনা যাচ্ছে নিশোও নাকি কলকাতার পরিচালক প্রযোজকদের সঙ্গে কথা এগিয়েছেন।