বাংলা চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passes Away)। বয়স হয়েছিল ৫৭ বছর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে কাজ করেন তিনি। গতকাল নায়ক জিতের সঞ্চালনায় একটি নন-ফিকশনের শুটিং করার কথা ছিল তাঁর। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। রাত একটা নাগাদ প্রয়াত হন তিনি।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক
বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন অভিষেক। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি'পথভোলা'-তে অভিনয় জীবনের শুরু করেন তিনি। সেই ছবিতে প্রসেনজিৎ, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০২১ সালে তাঁর শেষ ছবির লাভার। চলচ্চিত্র জগত ছাড়াও টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন তিনি। টাপুর টুপুর, আঁচল, মোহর, ইচ্ছেনদী সিরিয়ালে দেখা গিয়েছে অভিষেককে।