১০ ফেব্রুয়ারি, টলিউড অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিন (Happy Birthday Payel Sarkar) । এদিন, ৩৮ বছরে পা দিলেন অভিনেত্রী । মূলত, মডেলিং থেকেই পায়েলের কেরিয়ার শুরু । এরপর 'শুধু তুমি' সিনেমার মধ্যে দিয়ে টলিউডে পা রাখেন তিনি । তবে জানেন কি শুধু বাংলা সিনেমা নয়, কেরিয়ারের প্রথম দিকে বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকে (Hindi tele serial) কাজ করেছেন পায়েল ।
২০০৭-২০০৮ সাল নাগাদ 'লাভ স্টোরি', 'ওয়াক্ত বাতায়েগা কৌন আপনা কৌন পরায়া'-এর মতো হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । তবে সংখ্যাটা সীমিত । ধারাবাহিক ছেড়ে এরপর সিনেমার দিকেই মন দেন অভিনেত্রী । 'আই লভ ইউ', 'প্রেম আমার', 'লে ছক্কা' থেকে 'বোঝে না সে বোঝে না', 'গুড্ডু কি গান'-এর মতো একাধিক ভাল বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Madhabi Mukhopadhyay: আশিতে পা 'চারুলতা'-র, আজ মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিন
তিনি শুধু অভিনেত্রী নন, একজন রাজনীতিবিদও । ২০২১ সালে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন । ওই বছর বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনের প্রার্থী হয়েছিলেন তিনি । তবে, ৩৭ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান ।
এই মুহূর্তে রাজনীতির থেকে সিনেমাতেই বেশি মন দিতে চাইছেন পায়েল । অভিনেত্রীর হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে । বর্ষালি চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'কুলপি' সিনেমায় কাজ করছেন পায়েল । এছাড়া, 'জতুগৃহ' সিনেমাতেও দেখা যাবে অভিনেত্রীকে ।