বছরের শুরুতে আরও একটু নিঃস্ব হল বাংলা চলচ্চিত্র জগৎ। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। বয়স হয়েছিল ৬৫ বছর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন। শনিবার সন্ধ্যেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর স্বামী। শ্রীলা মজুমদারের আকস্মিক মৃত্যুতে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃণাল সেনের ছবিই সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল অভিনেত্রী শ্রীলা মজুমদারকে। মাত্র ১৬ বছর বয়সে একটি নাটকের মহড়া থেকে অভিনেত্রীকে তুলে এনেছিলেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে, তিনি মৃণাল সেন পরিচালিত 'পরশুরাম' ছবির হাত ধরে পর্দায় এসেছিলেন শ্রীলা মজুমদার। সেই কালজয়ী পরিচালকের জন্ম শতবর্ষেই চলে গেলেন অভিনেত্রী।
আরও পড়ুন - 'খুলে গেল অসাধারণ গল্পের দ্বার', শুটিং শুরু দেবী চৌধুরানীর