৬৮তম জাতীয় পুরষ্কারে (68th National Awards) সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই ছবিটি একই সঙ্গে দুটি বিভাগে সেরা নির্বাচিত হয়েছে, - সেরা ছবি ও সেরা সিনেম্যাটোগ্রাফি।
জাতীয় পুরস্কার পাওয়ার ঘোষণার পরপরিচালক এখন 'ক্লাউড নাইন'এ। এডিটরজি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, শুভ্রজিৎ জানালেন, " ছবি বানানোর সময় থেকেই জানতাম, এই ছবিটা যদি পুরস্কার না পায়, তাহলে কে পাবে! গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। আমি ভেবেছিলাম, আরও বিভাগে পুরস্কার আসবে। এমন একটা ছবি বানিয়েছি, যা উপেক্ষা করা যাবে না।"
আরও পড়ুন: 'ইমার্জেন্সি'তে 'জয়প্রকাশ নারায়ণ'-এর চরিত্রে অনুপম খের, ছবিমুক্তির আগে আবেগতাড়িত অভিনেতা
মানসিক প্রস্তুতি থাকলেও জাতীয় পুরস্কারের তালিকা ঘোষণা হওয়ার পর, প্রাথমিক ঘোর এখনও কাটেনি পরিচালকের। শুভ্রজিৎ জানান, "এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই। সিনেমা শুরু হচ্ছে, সেটা দেখেছিলেন। তারপর বাবা চলে যান। তাই এই পুরস্কার বাবার জন্যই।"
"অভিযাত্রিক ৪২টি আন্তর্জাতিক নমিনেশন, ১৮টি অফিসিয়াল সিলেকশনের নমিনেশন এবং ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে", জানালেন শুভ্রজিৎ অপুর নস্ট্যালজিয়া পর্দায় তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালকের মতে, 'এ তো বাঙালির শিকড়ের গল্প'। অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।