ভোট-আইপিএলের মাঝে সন্ধের সিরিয়ালের জন্য রিমোট পাওয়া কার্যত বেশ কষ্টসাধ্য। ফলে গত কয়েক সপ্তাহ ধরেই অনেকটাই কম সিরিয়ালের টিআরপি। কিন্তু বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের ফলাফল ঘোষণার দিন। এক নজরে দেখে নেওয়া যাক কে হল বেঙ্গল টপার।
এই সপ্তাহের বেঙ্গল টপার নিম ফুলের মধু। পর্ণা-সৃজনের ধারাবাহিকের প্রমো দেখে হাসির রোল উঠেছিল। অথচ এই ধারাবাহিকই ছিনিয়ে নিয়েছে সেরার তকমা। প্রাপ্ত নম্বর ৭.৩। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রথম স্থানে থাকা নিম ফুলের থেকে নম্বরের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৮।
তৃতীয় স্থান যৌথভাবে দখল করে রেখেছে কথা আর গীতা এলএলবি। এই দুই ধারাবাহিক পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিক পেয়েছে ৬.৩। আর একসময়ের টিআরপি টপার জগদ্ধাত্রী নেমে এসেছে একদম পাঁচে। প্রাপ্ত নম্বর ৬.১।