এই সপ্তাহে প্রকাশ্যে এল টিআরপি রেজাল্ট| কোন ধারাবাহিকের কত পয়েন্ট? টিআরপি তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে, এ সপ্তাহেও জি বাংলার ধারাবাহিকগুলিরই রেজাল্ট ভাল, তুলনায় পিছিয়ে পড়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি|
চলতি সপ্তাহেও প্রথম স্থানের চেয়ার ধরে রাখল ‘ফুলকি’ ধারাবাহিকটি| এই সপ্তাহে ফার্স্ট গার্ল ফুলকির প্রাপ্ত নম্বর ৭.৬| TRP-তে সেকেন্ড পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২| ধারাবাহিকভাবে ভাল ফলাফল ‘জগদ্বাত্রী’ ধারাবাহিকের| এক সময়ের টপার এই ধারাবাহিক এতদিন পরেও ধরে রেখেছে তৃতীয় স্থান| এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর, ৬.৭|
মজার ব্যাপার , চতুর্থ স্থানে উঠে এসেছে দুটি ধারাবাহিকের নাম| ‘কথা’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২| পঞ্চম স্থানেও উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে তিনটি ধারাবাহিক| ৬.০ নম্বর পেয়ে, ‘গীতা LLB’, ‘শুভ বিবাহ’ এবং স্টারের ‘অনুরাগের ছোঁয়া’|