রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী ছবিতে নটীর (Binodini Ekti Notir Kotha) ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Moitra)। এখবর প্রকাশ্যে এসেছিল আগেই। থিয়েটারের মঞ্চ হোক, বা সিনেমা সর্বক্ষেত্রে একই ভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন নটী বিনোদিনী। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে ৮১ বছর। বিনোদিনী দাসীর চরিত্রে নিজেকে গড়ে তোলার জন্য অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছ থেকে তালিম নিচ্ছেন রুক্মিনী মৈত্র। বাংলা থিয়েটারের ১৫০ বছর উপলক্ষে দেবের প্রযোজনা সংস্থা এবং প্রমোদ ফিল্মস এই ছবি আনছে। কৌতুহল ছিল অন্যান্য চরিত্রে কাদের দেখা মিলবে? ভ্যালেন্টাইন্স ডে'র আগে এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ তালিকা।
'বিনোদিনী, একটি নটীর কথা' ছবিতে গিরিশ চন্দ্র ঘোষের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, গুরমুখ রাই এর ভূমিকায় মীর, রঙ্গ বাবুর ভূমিকায় রাহুল বোস এবং কুমার বাহাদুর এর ভূমিকায় ওম সাহানি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আদৌও থাকছেন কি না ছবিতে, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
নাট্য ইতিহাসে বিনোদিনীর জীবনের দুই গুরুত্বপূর্ণ চরিত্র হলেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায় । জানা গিয়েছে, বিনোদিনীর প্রতি ভাল লাগা থেকে স্টার থিয়েটার গড়ে তোলার জন্য গিরিশ ঘোষকে অর্থ প্রদান করেছিলেন গুরমুখ রায় ওরফে রাঙাবাবু । এই দুই চরিত্রকে সিনেমাতেও দেখানো হবে ।