ফের নতুন সিনেমার ঘোষণা করলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত । এবার আর রোম্যান্টিক নায়ক হিসেবে নয়, রাফ-টাফ 'লুঙ্গি ম্যান' হয়ে সামনে এলেন অভিনেতা । অ্যাকশন-কমেডি সিনেমাটি মুক্তি পাবে সম্ভবত পরের বছর মার্চে । সম্প্রতি সামনে এলে 'লুঙ্গি ম্যান'-এর মোশন পোস্টার ।
বনি, তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন । যেখানে বনির পরণে শার্ট, লুঙ্গি ,গলার কারে ঝোলানো খোলা ব্লেড,আর হাতে ধরা ভোজালিতে রক্ত । সঙ্গে বন্দুক হাতে আরেক অভিনেতা । স্মাগলিং, গরু পাচার, নারী পাচারের মতো অপরাধের ঘটনাকে নিয়ে লেখা হয়েছে কাহিনি । ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার সপ্তার্শ বসু, পরিচালনায় অসীম আখতার । 'লুঙ্গি ম্যান'-এর অ্যাকশন দেখার অপেক্ষায় দর্শকরা ।
বনি সেনগুপ্তের হাতে এখন পরপর বেশ কয়েকটা প্রোজেক্ট রয়েছে । কৌশানীর সঙ্গেই অভিনয় করছেন 'শুভ বিজয়া', 'ডাল বাটি চুরমা', 'হাঙ্গামা' ছবিতে । হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আরও একটা ছবি নিয়ে কথা চলছে বনির । সেখানে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে পারেন বনি ।