টিআরপি তালিকায় বেশ ওপরের দিকেই থাকে ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। দর্শকদের পছন্দের তালিকার বেশ প্রথম দিকেই রয়েছে এই ধারাবাহিক। এর মধ্যেই ধারাবাহিক 'ফুলকি'-তে নতুন মোড়।
কী চমক রয়েছে এই ধারাবাহিকে?
নতুন পর্বে দেখা যাবে ভেঙে পড়েছে এই ধারাবাহিকে উদ্বোধন হওয়া একটি নতুন ব্রিজ। যে ব্রিজ উদ্বোধন করেছে ধারাবাহিকের এমএলএ রুদ্র। কিন্তু এই ব্রিজ উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে ব্রিজটি ধসে পড়ে। এই দুর্ঘটনায় পিয়াল-সহ অনেকের গুরুতর আঘাত লাগে।
আর এই ঘটনায় ফুলকির সন্দেহ হয় রুদ্রের উপর। তার ধারণা, রুদ্রর সঙ্গে ব্রিজ নির্মাণকারী ঠিকাদারের কোনও সম্পর্ক রয়েছে। এবার শুরু হবে ফুলকির ঠিকাদারকে খুঁজে বের করার লড়াই। কারণ ঠিকাদারকে খুঁজে পাওয়া গেলেই বোঝা যাবে এই দুর্ঘটনার জন্য আদৌ রুদ্র দায়ী কি না।
ইতিমধ্যেই ফুলকির সামনে আসে রুদ্র। সঙ্গে সঙ্গে রুদ্রকে চ্যালেঞ্জ করে ফুলকি। সরাসরি জানিয়ে দেয় যে রুদ্রর আসল চেহারা সকলের সামনে নিয়ে আসবে। সকলের কাছে তুলে ধরবে আসল সত্য। রুদ্রর বিরুদ্ধে ফুলকির এই অভিযান কেমন হবে? কতটা লড়াই করতে হবে ফুলকিকে? তা জানা যাবে আগামী পর্বে।