দুই বাংলার কাঁটাতারের বিভেদ ক্রমশ মুছে দিচ্ছেন শিল্পীরা। এপার বাংলার অভিনেতারা বাংলাদেশে যেমন চুটিয়ে কাজ করছেন , তেমনই বাংলাদেশের বহু প্রতিভাকেও দুহাত ভরে গ্রহণ করেছে এই বাংলা। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’, ‘তকদীর’, ‘কারাগার’ এসবই দুইবাংলায় দারুন জনপ্রিয় হয়েছিল। এবার চঞ্চলের নতুন ছবি ‘দম’। পরিচালক রেদওয়ান রনি, দুই বাংলার উদ্যোগেই তৈরি হবে ছবি।
Writwik Mukherjee: বেড়ে ওঠা অভাবেই, লকডাউনে বিকোতে হয়েছে সবজিও,কীভাবে জীবন বদলে গেল পর্দার সোমরাজের?
আলফা আই, চরকির পাশাপাশি SVF ও রয়েছে ছবি পরিচালনার দায়িত্বে। পরিচালকের কথায়, সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনও ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। এই নিয়েই এগোবে ‘দম’ ছবিটি।