বাঙালি চিরকালই রহস্য রোমাঞ্চ ভালবাসে। তাঁদের কাছে গোয়েন্দারা হিরোদের থেকে কম কিছু নয়। ব্যোমকেশ, ফেলুদা, একেন বাবু থেকে মিতিন মাসি। প্রিয় গোয়েন্দাদের তালিকাটা নেহাত ছোট কিন্তু নয়। তবে এবার আরও একটি নাম জুড়তে চলেছে তালিকায়। টলিউড পেতে চলেছে আরও একটি গোয়েন্দা চরিত্র। ‘ভাদুড়ি মশাই’য়ের জুতোয় পা গলিয়ে গোয়েন্দাগিরি করবেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)
Arijit Singh: এমিনেম, রিহানাদের পিছনে ফেলে, স্পটিফাইয়ের সেরার তালিকায় তিনে অরিজিৎ সিং
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যতম কালজয়ী সৃষ্টি ভাদুড়ি মশাই-কেই ওয়েব পর্দায় তুলে ধরতে চলেছেন টলিপাড়ার নামী পরিচালকদ্বয় অভিজিৎ গুহ (Abhijeet Guha) এবং সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। চারুচন্দ্র ভাদুড়ি, একজন অবসরপ্রাপ্ত সিবিআই অফিসারের গোয়েন্দাগিরিই এবার দেখা যাবে পর্দায়। অনেক দিন পর চিরঞ্জিতকে ফিরে পেয়ে খুশি বাংলার দর্শকরাও।