কেরিয়ারের শুরুর দিন থেকেই আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী আলিয়া ভাট-কে (Alia Bhatt)। বিয়ের পর এখন এক সন্তানের মা তিনি , কিন্তু কার্যতই যেন বলিউডের ‘গাঙ্গুবাঈ’ চাঁদ ছিলেন আর চাঁদই থাকবেন। মুক্তির অপেক্ষায় আলিয়ার আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। ছবিতে বাঙালি মেয়ের ভূমিকায় আলিয়া আর তাঁর মায়ের ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
Afran Nisho: হিরো নয় চরিত্র হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ, এর জ্বলন্ত উদাহরণ প্রসেনজিৎ: আফরান নিশো
পর্দার মেয়েকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টলিউডের দাপুটে অভিনেত্রী। তিনি নিন্দুকদের কড়া জবাব দিয়ে জানালেন “নেপোটিজম বিষয়টা আলিয়ার ক্ষেত্রে খাটে না। ও ভীষণই ট্যালেন্টেড। বারবার একাধিক ছবিতে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণও করেছে।”