আর কয়েকমাসের অপেক্ষা। তারপরেই রাজ-শুভশ্রীর কোল আলো করে আসবে তাঁদের দ্বিতীয় সন্তান। তার আগেই শুভশ্রীর (Subhashree Ganguly) জন্য বিশেষ আয়োজন করল ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) পরিবারের সকলে। সাধ খাওয়ানো হল অভিনেত্রীকে। সেটেই করা হয়েছিল গোটা আয়োজন। উপস্থিত ছিলেন অঙ্কুশ, আবীররা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।
যেখানে দেখা যাচ্ছে, শ্রাবন্তী বলছেন, শুভর কোল আলো করে নতুন অতিথি আসছে। তাই সকলে মিলে সেলিব্রেট করতে চান। এরপর কাঁসার বাসনে করে পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসা হয়। শুভশ্রীকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন - রোনাল্ডিনহো-মিতিন মাসি এক ফ্রেমে! শ্রীভূমির পুজোয় চমকের শেষ নেই
এত আয়োজন দেখে আবেগতাড়িৎ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আমার চোখে জল চলে আসছে। আমরা নিজেদের পরিবার বলে থাকি। আজকে প্রমাণ হয়ে গেল আমরা সত্যিই একটা পরিবার।'