নতুন বছরের শুরুতেই বাংলা ছবির ওটিটি দর্শকদের জন্য বড়সড় চমক। এই পুজোর সবথেকে বেশি ব্যবসা করা ছবি 'দশম অবতার' এবার দেখা যাবে মুঠোফোনেই। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ অর্থাৎ শুক্রবারে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'দশম অবতার'।
বুধবার এই সুখবর জানিয়েছেন এই ছবির মুখ্য অভিনেতা অফিসার প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রবীর রায়চৌধুরীর লুকে একটি ছবি পোস্ট করেন বুম্বাদা। ক্যাপশনে লেখেন এই ছবিতে তাঁর জনপ্রিয় সংলাপ, 'নামটা মনে আছে তো... প্রবীর বাবু নয় স্যার।' সঙ্গে একটি ইমোটিকন জুড়ে দেন।
আরও পড়ুন - খাতায় কলমে বিয়ের জন্মদিন! ইমনের মনে ছিল, নীলাঞ্জন ভুলে গেলেন?
দুর্গাপূজায় রীতিমতো হল কাঁপিয়েছে দশম অবতার। এই ছবিতে পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরীর ভূমিকায় দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। জুনিয়র অফিসার বিজয় পোদ্দারের ভূমিকায় দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও ছবিতে ছিলেন যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। এবার এই ছবি দেখার সুযোগ পাবেন সারা বিশ্বের দর্শক।