অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে ব্যোমকেশ দেবের ‘দুর্গ রহস্যের’ টিজার। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশ (Byomkesh) হচ্ছেন দেব এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেজায় চাপানউতর শুরু হয়েছিল। বাঙালি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবে দেখে ফেলেছেন উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড়-তাবড় অভিনেতাদের। ৪১ সেকেন্ডের টিজারে মাত্র একঝলক দেখা গিয়েছে দেবকে। পরনে সাদা ধুতি ,পাঞ্জাবি এবং মোটা কালো ফ্রেমের চশমা।
ছবির ভিএফএক্স, অভ সংগীত বিশেষ নজর কেড়েছে। এক হাতে সাপ ধরে ব্যোমকেশ, আরেক হাতে টর্চ চোখে মুখে গাম্ভীর্য। এই পোস্টের সামনে এসেছিল, তা নিয়েও কম জলঘোলা হয়নি। এবার দেখার পর্দায় ব্যোমকেশ হিসেবে দেব কতটা নিজেকে প্রমান করতে পারেন।