দেবারতি মুখোপাধ্যায়ের গল্প ‘দোলগোবিন্দবাবুর চশমা’ নামের ছোটগল্পের অনুকরণেই তৈরি হতে চলেছে নতুন ছবি ‘শাস্ত্রী’ , সৌজন্যে পরিচালক পথিকৃৎ বসু। এই ছবির প্রযোজনার দায়িত্বে অভিনেতা সোহম চক্রবর্তী। বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষবিদ্যার দ্বন্দ্ব নিয়ে এই ছবি তৈরী। ছবিতে ১৪ বছর পর মিঠুনের সঙ্গে জুটি বাঁধার কথা দেবশ্রীর। অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। মঙ্গলবার হয়ে গেল ছবির ‘শুভ মহরত’
Fever FM: বেতারের 'বেলাইন', নস্টালজিয়ায় ডিজিটালাইজেশনের প্রলেপ! বন্ধ হয়ে যাচ্ছে ফিভার রেডিয়ো স্টেশন
লেখিকার কথায়, “মিঠুনের চরিত্রের উপরই গোটা গল্পটা দাঁড়িয়ে আছে। তাঁর চেয়ে ভাল কাস্টিং আর হতে পারত না।" মিঠুন এবং দেবশ্রী একসময়ের জনপ্রিয় জুটি। প্রায় এক দশক জুটিকে পর্দায় দেখা যায় না। এবার তাঁদেরও একসঙ্গে দেখার সৌভাগ্য হবে দর্শকদের, টলিপাড়ায় খবর এমনটাই।