নন্দনে জায়গা পেল না মিঠুন ও দেব অভিনীত ছবি 'প্রজাপতি'। নতুন ছবি নিয়ে তুমুল উৎসাহ অনুরাগীদের। প্রাথমিক সাফল্যও পেয়েছে পরিচালক অভিজিৎ সেনের এই ছবি। এরই মধ্যে টুইটারে নন্দনে জায়গা না পাওয়া নিয়ে টুইট করেন তারকা সাংসদ।
শনিবার বিকেলে ছোট্ট টুইটে দেব লেখেন, "এই বার মিস করব নন্দন। কোনও সমস্যা নেই। পরের বাব ফের দেখা হবে।" অভিনয়ের পাশাপাশি দুই ভিন্ন রাজনৈতিক মেরুতে দেব ও মিঠুন। শাসক দল তৃণমূলের তারকা সাংসদ দেব। বর্তমানে বিজেপি-তে আছেন মিঠুন চক্রবর্তী। তাঁদের রাজনৈতিক অবস্থান ছবি তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ যখন চরমে, তখন একসঙ্গে অভিনীত ছবি প্রজাপতি মুক্তি পায়।
এর আগে অনীক দত্ত পরিচালিক 'অপরাজিত' ছবিটিও নন্দনে জায়গা পায়নি। ওই ছবিতে অভিনয় করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। দেব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র বলেই পরিচিত। তারপরও কেন নন্দনে জায়গা পেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।