Dev-Rukmini : মেট্রো সফরে দেব, সঙ্গী রুক্মিণী, কোথায় চললেন দুজনে ?

Updated : Apr 10, 2022 13:11
|
Editorji News Desk

রবিবার, ছুটির দিন । তাই সকাল সকাল একেবারে রুক্মিণী নিয়ে বেরিয়ে পড়েছেন টলিউড সুপারস্টার দেব (Dev-Rukmini) । কিন্তু, নিজের প্রাইভেট গাড়িতে নয় । এখানেই তো আসল ট্যুইস্ট । আর পাঁচজন নিত্য যাত্রীদের সঙ্গে প্রেমিকাকে নিয়ে মেট্রো সফর করলেন অভিনেতা (Dev-Rukmini in Metro) । অবাক হচ্ছেন ? এটাই কিন্তু সত্যি । বিষয়টা খোলসা করে বলা যাক ।

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণীর পরবর্তী সিনেমা 'কিশমিশ'। এই ছবিরই প্রচারের অংশ এই মেট্রো সফর । তবে শুধু, দেব রুক্মিণী নয়, মেট্রোতে ছিল ছবির গোটা টিম । এদিন, সকালে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ‘কিশমিশ’-এর (Kishmish)-এর গোটা টিমকে নিয়ে মেট্রোয় উঠে পড়েন দেব । এরপর নিজের ফেসবুক পেজ থেকে লাইভও করেন । সেখানেই এক ঝলক তাঁদের অভিনব প্রচারের সাক্ষ্মী থাকল নেটিজেনরা ।

লাইভে দেখা গেল, মেট্রোর কামরার মধ্যে জমিয়ে চলছে নাচ-গান । ছবির গানের সুরে গলা মেলালেন দেব ও রুক্মিণী । দুজনেই ম্যাচিং করে পোশাক পরেছেন । উপস্থিত ছিলেন ছবির প্রযোজক এনা সাহা । সেইসঙ্গে, সিনেমা হলে গিয়ে দর্শকদের 'কিশমিশ' দেখার অনুরোধও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন, Dev-Rukmini : কিশমিশ-এর মুক্তির দিনই রুক্মিণীকে বিয়ে করছেন দেব, শুভদিনের ঘোষণা অভিনেতার
 

শনিবারই কিশমিশ ছবির 'অবশেষে' গানটি মুক্তি পেয়েছে । দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে কিশমিশ সিনেমার নতুন গান মুক্তি পেয়েছে । এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরকে দেবকে বলতে শোনা যায়, তিনি ২৯ এপ্রিলই রুক্মিণীকে বিয়ে করছেন । হঠাৎ এমন কী হল যে দেব এত বড় ঘোষণা করলেন ? আসলে, এদিন দেবকে বারবার তাঁর ও রুক্মিণীর প্রেম, তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা । প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দুজনেই । তারপরই হঠাৎ দেব বলে বসলেন, ঠিক আছে । নতুন ছবি মুক্তির দিনেই তাঁরা বিয়ে করবেন । যদিও রুক্মিণী এই বিষয়ে মুখ খোলেননি । তাঁর চোখে মুখে তখন লজ্জা ও ঠোঁটের কোণে হালকা হাসি ।

তাহলে, ২৯ এপ্রিল সত্যিই কি বিয়ে করছেন দেব ? যেটুকু জানা যাচ্ছে, কিশমিশ ছবিতে দুজনের বিয়ের দৃশ্য আছে । সেক্ষেত্রে সেই বিয়ের কথাই কি দেবের মুখে শোনা গেল নাকি সত্যি সত্যিই ছবি মুক্তির দিনেই গাঁটছড়া বাঁধছেন তাঁরা ? এর উত্তর দেবে সময় ।

পড়াশোনায় ডাহা ফেল কিশমিশ ছবির নায়ক । নিজের পরিচয় দেয় 'ফেলু দা' বলে । নায়িকা রোহিণী খুবই স্মার্ট । দেব থুড়ি কৃশানুকে পাত্তা দেয়না মোটে । তারপর হঠাৎ তাঁদের মধ্যে প্রেম...অভিমান, একের পর এক মোড় আসবে গল্পে ।

rukmini maitraDevkishmish

Recommended For You

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর