সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান, কী বদল আনবেন তিনি? দেবের (Dev) এই প্রশ্ন শুনে রীতিমতো চক্ষু ছানাবড়া মহারাজের। কী জবাব দিলেন সৌরভ তা অবশ্য এখনও জানা যায়নি।
আসলে পুজোতে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি বাঘাযতীন। সেই ছবির প্রচারেই দাদাগিরির আসরে গিয়েছিলেন দেব। সেখানে সৌরভের দিকে সরাসরি এমন প্রশ্নই ছুড়ে দিলেন দেব। যা দেখা গিয়েছে দাদাগিরির প্রমোতে। তবে, দাদার উত্তর জানতে হবে দেখতে হবে দাদাগিরির শনিবারের এপিসোড।
আরও পড়ুন - গান লিখেছেন প্রধানমন্ত্রী, দেবীপক্ষের সকালে প্রকাশ্যে এল মিউজিক ভিডিয়ো
বহুবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তা শুধু চর্চা হয়েই থেকে গিয়েছে। বাস্তবে কোনও রাজনৈতিক দলেই যোগ দেননি তিনি। কিন্তু তিনি আদতে কি যোগ দেওয়ার পরিকল্পনা করছেন? সাংসদ অভিনেতার প্রশ্ন অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মত বিভিন্ন মহলের।