২০০৬-২০২৩। টলিউডে ১৭ বছর কাটিয়ে ফেললেন। এবার বাংলার সেরা গোয়েন্দা ব্যোমকেশের (Byomkesh Baksi) চরিত্রে দেখা যাবে দেবকে (Dev)। শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন দেব। জানান, তাঁর আগামী ছবি ব্যোমকেশ দুর্গ রহস্য (Durgo Rahosya)।
বেশ কয়েক বছর প্রযোজক দেবের অভিষেক হয়েছে। 'চ্যাম্প' থেকে যাত্রা শুরু করেন। সম্প্রতি বক্সঅফিসে হিট হয়েছে প্রজাপতি। শুরু হবে 'বাঘাযতীন'-এর শুটিং। তার মাঝেই বাংলার সেরা গোয়েন্দা চরিত্র ব্যোমকেশের ঘোষণায় উন্মাদনা দেব অুনুরাগীদের।
আরও পড়ুন: সুহত্রর কাঁধে দিতিপ্রিয়া! কী ঘোষণা করলেন অভিনেত্রী?
শনিবার সন্ধ্যায় দেব টুইটে জানান, "ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করলাম। অভিনেতা হিসেবে আগামী ছবির ঘোষণার করছি, ব্যোমকেশ দুর্গ রহস্য। আপনাদের সবার আশীর্বাদ কাম্য।"