প্রতিটা চরিত্রের জন্য নিজেকে ভাঙছেন গড়ছেন দেব। এই মুহূর্তে তাঁর হাতে পরপর কাজ। অগাস্টে মুক্তি পাবে ‘দুর্গরহস্য’, পুজোয় ‘বাঘাযতীন’, বড়দিনে আসছে ‘প্রধান’, এছাড়াও নিজের প্রযোজনায় সৃজিতের পরিচালনাতেও একটি ছবি আনছেন দেব। এখানেই থেমে নেই অভিনেতা সাংসদ। ইন্ডাস্ট্রির অন্দরের খবর এবার নাকি সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি উত্তম কুমার অভিনীত ‘নায়ক’ অবলম্বনে একটি ছবির পরিকল্পনা করছেন দেব। ছবিতে মহানায়কের জুতোয় পা গলাতে পারেন দেব স্বয়ং।
Nusrat-Yash: দক্ষিণ ভারতের সংস্কৃতিকে আপন করলেন নুসরত, নীলবাতির গাড়ি চড়ে বিতর্কে যশ
গুঞ্জন , ছবিটি পরিচালনা করতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়। ছবিটি কি ‘নায়কের’ রিমেক? এই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। কাল্ট একটি ছবিকে কাটাছেঁড়া করা নিয়ে বিতর্কও হয়েছে বহু। তবে শোনা যাচ্ছে, ছবিটি হুবুহু রিমেক নয়। বরং বিশ্ববরেণ্য পরিচালক এবং মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছবির পরিকল্পনা। ইতিমধ্যেই নাকি, মানিক পুত্র সন্দীপ রায়ের সঙ্গে একপ্রস্ত আলোচনাও এগিয়ে গিয়েছে।