‘মহানায়ক’ উত্তম কুমারের জুতোয় পা গলাতে পারেন অভিনেতা দেব। অন্তত টলিপাড়ার অন্দরে জল্পনা এমনটাই। টলিউডকে দুহাত ভরে নতুন নতুন চরিত্র উপহার দিতে কঠিন কঠিন চ্যালেঞ্জ নিতেও সবসময় প্রস্তুত তিনি। ব্যোমকেশ, বাঘাযতীন, চাঁদের পাহাড়ের মতো একাধিক ছবিতে নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরেছেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে উত্তম কুমারের চরিত্রেও দেখা যেতে পারে তাঁকে।
Tele Serial TRP : টিআরপি তালিকায় বড় বদল, বেঙ্গল টপার শিমূল ! দীপা, জগদ্ধাত্রীরা কোথায় ?
সম্প্রতি , সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির স্বত্ব কিনেছেন অভিনেতা। যদিও আনন্দবাজার অনলাইনকে দেব জানিয়েছেন , 'এখনও কোনও সইসাবুদ হয়নি, তবে বাবুদা (সন্দীপ রায়) মুখে সম্মতি দিয়েছেন। ওটাই যথেষ্ট আমার কাছে।'
The Archies Trailer: বলিউডে নতুন প্রজন্মের অভিষেক! প্রকাশ্যে খুশি-সুহানাদের 'দ্য আর্চিসের' ট্রেলার
একটা ছবি করতে করতেই আরেকটা ছবির পরিকল্পনা করে রাখেন তিনি। এই মুহূর্তে তাঁর প্রধান ফোকাস আসন্ন ছবি ‘প্রধান’.