দেব-রুক্মিনী (Dev-Rukmini) অনুরাগীদের জন্য সুখবর । অবশেষে বিয়ে করছেন এই তারকা জুটি । খবরটা শুনে আপনিও চমকে গেলেন তো ? কিন্তু, এটাই সত্যি । দেব নিজে বিয়ের দিন ঘোষণা করেছেন (Dev may get married with Rukmini Maitra) ।
২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁদের সিনেমা কিশমিশ । আর এইদিনই নাকি রুক্মিণীকে বিয়ে করছেন দেব । শনিবার, দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে কিশমিশ সিনেমার নতুন গান মুক্তি পায় । উপস্থিত ছিলেন দেব-রুক্মিণী, পরিচালক রাহুল মুখোপাধ্যায় । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব ঘোষণা করেন, ‘‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’
হঠাৎ এমন কী হল যে দেব এত বড় ঘোষণা করলেন ? আসলে, এদিন দেবকে বারবার তাঁর ও রুক্মিণীর প্রেম, তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা । প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দুজনেই । তারপরই হঠাৎ দেব বলে বসলেন, ঠিক আছে । নতুন ছবি মুক্তির দিনেই তাঁরা বিয়ে করবেন । যদিও রুক্মিণী এই বিষয়ে মুখ খোলেননি । তাঁর চোখে মুখে তখন লজ্জা ও ঠোঁটের কোণে হালকা হাসি ।
আরও পড়ুন, Sonam Kapoor-Anand Ahuja : সোনম-আনন্দের দিল্লির বাড়িতে চুরি ! খোয়া গেল ১.৪১ কোটি টাকা
বিয়ের ব্যাপারে দেবের এমন হঠাৎ করে ঘোষণায় চমকে গিয়েছেন অনুরাগীরাও । অনেকেই এখনও বিশ্বাস করতে পারছে না । তাঁর এই ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে ।
তাহলে, ২৯ এপ্রিল সত্যিই কি বিয়ে করছেন দেব ? অভিনেতার কথা যদি সত্যি হয়, সেক্ষেত্রে ২৯ এপ্রিল দেব-রুক্মিণীর জীবনে নতুন অধ্যায় শুরু করবে, এক রিয়েল লাইফে, অন্য দিকে রিল লাইফেও । কারণ ২৯ এপ্রিলই তাঁদের সিনেমাও মুক্তি পাচ্ছে ।