গোটা এলাকায় কয়লাখনি। কিছুক্ষণের মধ্যে বেজে উঠল সাইরেন। তার পর আচমকা বিস্ফোরণ। তারপর কুঠার হাতে হিরোর এন্ট্রি। তাঁকে বলতে শোনা গেল,'যে একা সব সয়, ওহিই সর্দার হয়।'
কয়লা খনি, অপরাধ, স্থানীয় ভাষার ঝলক। সব মিলিয়ে বৃহস্পতিবার প্রকাশ্যে এল 'খাদান' ছবির টিজার। যেখানে দেবকে বলতে শোনা গিয়েছে, 'ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?' যা শুনে বোঝাই যাচ্ছে এবার মূলধারা বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে অনুরাগীদের সামনে ফিরে এলেন দেব।
এই টিজারে দেব ছাড়াও নজর কাড়লেন, যীশু সেনগুপ্তও। সাদা পোশাক পরা যীশু সেনগুপ্ত তথা মোহনকে দেখা যায় খোল বাজাতে। এই জুটির পিছনে লুকিয়ে কোন ষড়যন্ত্র? তা দেখা যাবে সিনেমা মুক্তি পেলে।
বড়দিনে মুক্তি পাবে এই ছবি। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। আর ছবির পরিচালক সুজিত দত্ত ওরফে রিনো। আর ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর খোদ দেবই।