এই মুহূর্তে দেবের যেন নিঃশ্বাস ফেলার জো নেই। তাঁর হাতে এখন পরপর কাজ। সামনেই বড় বড় দুটি রিলিজ। অগাস্টে ব্যোমকেশ পুজোয় বাঘাযতীন। তারপরেও থেমে নেই অভিনেতা। সদ্যই সৃজিতের সঙ্গে নতুন ছবির ঘোষণা করেছেন দেব। এরমধ্যেই নিজেকে ভেঙে গড়ে ফেলেছেন অভিনেতা। নিজেকে প্রস্তুত করছেন প্রধান ছবির জন্য। এদিন জিমের একটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন তিনি।
Vikram Chatterjee-Ranbir kapoor: বিক্রমের শরীরে রণবীরের মাথা! বলিউড ছবির ফটোশপ করা পোস্টার নিয়ে শোরগোল
আগামী মাসে ‘প্রধান’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ফলে হাতে আর খুব বেশি সময় নেই। তাই এখন থেকেই শুরু করে দিয়েছেন কসরত। জানিয়ে দিলেন , এখন তাঁর প্রথম প্রাধান্য ‘প্রধান’